Best Secured Credit Card 2024
নমস্কার, অনেকের Cibil score কম থাকে, আবার অনেকের থাকেই না। এই কারণে অনেক সময় ক্রেডিট কার্ডের জন্য আবেদন করলে সেটি রিজেক্ট হয়ে যায়। আজ আমি এমন এক ধরনের কার্ড সম্পর্কে বলবো যেটির জন্য সবাই আবেদন করতে পারে আর সবাই সেই কার্ডটি পাবে। সেটিকে Secured Credit card বলে। Secured card বলা হয় কারণ- এটি পাওয়ার জন্য আপনাকে একটা Fixed Deposit(FD) করতে হয়। আর এই FD র against এই আপনাকে কার্ডের ক্রেডিট লিমিট দেওয়া হয়। ইন্ডিয়া তে প্রায় সব ব্যাঙ্ক এই কার্ড প্রদান করে থাকে।আজ আমি কিছু কার্ডের নাম উল্লেখ করবো যেগুলো বেস্ট।।
Eligibility Criteria
Age: 18+
Documents: Aadhaar Card, PAN card
Min. FD amount : ₹2000-₹5000 (এটি ব্যাঙ্ক ভিত্তিক আলাদা আলাদা)
1. IDFC Wow Credit Card
IDFC ব্যাঙ্ক এখন FD এর against এ IDFC Wow Credit Card অফার করছে। যার minimum FD amount মাত্র ₹2000 । বয়স 18+ হতে হবে।
■বেনিফিট/সুবিধা
●জয়েনিং ফি আর বার্ষিক ফি শূন্য (zero)
●FD এই ওপর 7.5% বার্ষিক সুদ দেওয়া হয়
●ফরেক্স কনভেরসশনে কোনো ফি লাগবে না।
●ক্রেডিট লিমিট 100% থাকবে, আপনার FD amount এর।
●BookMyShow মুভি টিকিট এ 50% ছাড়
●1% fuel supercharge waiver
●ক্রেডিট লিমিট বাড়ানোর প্রয়োজন হলে, নতুন Fixed Deposit তৈরি করলেই সেটা ক্রেডিট লিমিট বাড়িয়ে দেবে।
●এটি Visa নেটওয়ার্ক এর সঙ্গে যুক্ত
2.One Card Lite
এটি একটি কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড। অর্থাৎ Onecard এর সঙ্গে 6 টি পার্টনার ব্যাঙ্ক আছে(Bank of Baroda,CSB Bank,Federal Bank,Indian Bank,SBM Bank এবং South Indian Bank)। এর minimum FD amount ₹2000 । বয়স 18+ হতে হবে।
■বেনিফিট/সুবিধা
●জয়েনিং ফি আর বার্ষিক ফি শূন্য (zero)
●FD এই ওপর 7.5% বার্ষিক সুদ দেওয়া হয়
●ক্রেডিট লিমিট 110% থাকবে, আপনার FD amount এর।
●এই app এর User Interface খুবই সুন্দর ।
●এটি Visa নেটওয়ার্ক এর সঙ্গে যুক্ত
3. Paisabazaar Step Up Credit Card
এটি একটি কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড। অর্থাৎ PaisaBazaar এর সঙ্গে SBM Bank যুক্ত হয়ে এই কার্ডটি অফার করছে। যার minimum FD amount মাত্র ₹2000 । বয়স 18+ হতে হবে।
■বেনিফিট/সুবিধা
●জয়েনিং ফি আর বার্ষিক ফি 0
●FD এই ওপর 6.5% বার্ষিক সুদ দেওয়া হয়
●ক্রেডিট লিমিট 90% থাকবে, আপনার FD amount এর।
●এই app এর User Interface খুবই সুন্দর ।
●এটি Rupay নেটওয়ার্ক এর সঙ্গে যুক্ত
Conclusion
Secured ক্রেডিট কার্ড বা FD এর against এ ক্রেডিট খুব ভালো একটি বিকল্প যাদের ক্রেডিট স্কোর খারাপ বা এখনও যাদের ক্রেডিট স্কোর তৈরি হয়নি। ক্রেডিট স্কোর তৈরি করার জন্য আপনি এই কার্ডগুলির জন্য আপনি অনলাইনেই আবেদন করতে পারেন । যারা স্টুডেন্ট বা যাদের কোনো ইনকাম প্রুফ নেই, তাদের জন্য এটি খুবই সুবর্ণ সুযোগ নিজের ক্রেডিট স্কোর বিল্ড করার। আপনারা অতি অবশ্যই কার্ড গুলোর জন্য আবেদন করুণ।
ধন্যবাদ!


